Conclusion - odyssey lyrics
Band : conclusion bangla band

শরীর থেকে ছায়া বিচ্ছিন্ন পড়ে রয়, নিঃশ্বাস থমকে যায়, আলোর মুখোমুখি আমি, তুমি কোথায়? আবারও হারিয়ে ফেলার হয় যে ভয়, তাই খুঁজি না তোমায়, ক্ষণিকে রাঙিয়ে দিলে, সাদা এ পথ, আলোর মায়া দিয়ে। খুঁজে নাও আমায়, ছুঁয়ে যাও নজর দিয়ে, বিশ্বাস রেখে যাও, মহাকাশের সাথে আমি, তুমি কোথায়? নীরবে ছুঁয়ে গেলে ক্লান্ত এ মন, হারানো কথা দিয়ে, একা সময় দু-হাত বাড়িয়ে নিয়ে রাখে আমায়, তোমার মনের কোণে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন