Songshoy Artcell song lyrics
Song: shongshoy | সংশয় | by Artcell
Band : Artcell
সংশয় অবধারিত অস্থির মনোজগত
যা কিছু সংবেদনশীল অবসন্ন চেতনায়
বেহিসেবি শংকার অবিরাম অনুধাবন
মানসিক দন্ধে অস্থির অনুনয়
কড়া নেরে মিলিয়ে যায় নীলাভ অসারতায়
আমি এখন জেগে উঠি ভরসাহীন অসহায়।
আমার দূর্বলতা অন্ধকার উপাসনালয়
আমার সংশয় আমার প্রার্থনায়
আমার এ ফিদা তোমার অনন্নতায়
অবিশ্বাস আমার বিশ্বস্তায়।
অনুগ্রহ আমি চাইনি আমার
পরাজয়ী বেশে
আমি কোনো যন্ত্রণা লাঘবের যন্ত্রণা হতে চাইনি অবশেষে
তোমার আমার মাঝে অতৃতীয় উপস্থিতি
ছারকার বাস্তবতা জীর্ণ অমলিন
ত্রিমাত্রিক অতীত মাতৃকতায়
শব্দের নিশব্দতায় আবেদন অশরীর।
আমি খুজিনি ঈশ্বরের সেই ছায়া
যেই ছায়া জন্ম আমার
আমি তোমার মাঝেই খুজি তাতে অবনত নতজানুতায়
খুজি তাকেই, তোমারি মাঝে, অবনত নতজানুতায়, খুজি তাকে।
আমার জয়ে তোমার পরাজয় নয়
আমি বাস্তব শুধু তোমার চেতনায়
তোমার হেরে যাওয়া আমার জয় নয়
সংশয় ভরা বাস্তবতায়।
Song: shongshoy | সংশয় | by Artcell
Band : Artcell
সংশয় অবধারিত অস্থির মনোজগত
যা কিছু সংবেদনশীল অবসন্ন চেতনায়
বেহিসেবি শংকার অবিরাম অনুধাবন
মানসিক দন্ধে অস্থির অনুনয়
কড়া নেরে মিলিয়ে যায় নীলাভ অসারতায়
আমি এখন জেগে উঠি ভরসাহীন অসহায়।
আমার দূর্বলতা অন্ধকার উপাসনালয়
আমার সংশয় আমার প্রার্থনায়
আমার এ ফিদা তোমার অনন্নতায়
অবিশ্বাস আমার বিশ্বস্তায়।
অনুগ্রহ আমি চাইনি আমার
পরাজয়ী বেশে
আমি কোনো যন্ত্রণা লাঘবের যন্ত্রণা হতে চাইনি অবশেষে
তোমার আমার মাঝে অতৃতীয় উপস্থিতি
ছারকার বাস্তবতা জীর্ণ অমলিন
ত্রিমাত্রিক অতীত মাতৃকতায়
শব্দের নিশব্দতায় আবেদন অশরীর।
আমি খুজিনি ঈশ্বরের সেই ছায়া
যেই ছায়া জন্ম আমার
আমি তোমার মাঝেই খুজি তাতে অবনত নতজানুতায়
খুজি তাকেই, তোমারি মাঝে, অবনত নতজানুতায়, খুজি তাকে।
আমার জয়ে তোমার পরাজয় নয়
আমি বাস্তব শুধু তোমার চেতনায়
তোমার হেরে যাওয়া আমার জয় নয়
সংশয় ভরা বাস্তবতায়।
Kisu spelling mistake ase
উত্তরমুছুন